লোকাল ডোমেইনে গুগলের রিডিরেক্ট বন্ধ করা

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে ঢুকলে বা সার্চ করলে লোকাল ডোমেইনে চলে আসে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে www.google.com এ গেলে গুগলের লোকাল ডোমেইন www.google.com.bd চলে আসে। এটা অনেকের কাছে বিরক্তি কর মনে হতে পারে কারন লোকাল ডোমেইনে বাংলা ভাষা (লোকাল ভাষা) চলে আসে আর কম্পিউটারে বাংলা ফন্ট ইনস্টল না থাকলে লেখাগুলো বক্স হিসাবে দেখা যায়। এ থেকে মুক্তি পেতে www.google.com/ncr (ncr অর্থ: নো কান্ট্রি রিডিরেক্ট) এ যান তাহলে লোকাল ডোমেইনে রিডিরেক্ট হবে না। ব্রাউজারের কুকিজে এটি সংরক্ষিত থাকবে ফলে পরবর্তীতেও মূল ডোমেইনে সার্চ বা অনান্য কাজ করা যাবে। তবে ব্রাউজারের কুকিজ পরিস্কার করলে আগের অবস্থায় ফিরে আসবে।

২ Comments on "লোকাল ডোমেইনে গুগলের রিডিরেক্ট বন্ধ করা"

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস