ইউনিকোড সমস্যার সমাধান

ইন্টারনেটের এই মহাজগতে বাংলার আবির্ভার অনেক দিনের। এ জগতে দিনে দিনে বাংলা ভাষার ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর সাথে বাড়ছে বাংলা ওয়েব সাইট যার বেশীরভাগই ইউনিকোড ভিত্তিক। কিন্তু কম্পিউটারে ইউনিকোড কনফিগার করা না থাকলে ভালমত সাইট দেখা যায় না আর যদি কোন ইউনিকোড বাংলা ফন্ট ইনস্টল করা না থাকে তাহলেতো ওয়েব সাইটের লেখাগুলো দেখায় যায় না, যা বক্স বা জিজ্ঞাসা চিহ্নের মত দেখা যায়। তেমনই ইউনিকোড লেখার উপযোগী কীবোর্ড ইনস্টল করা না থাকলে অনলাইনে বাংলা লেখা যায় না। অনলাইনে বাংলাতে মেইল, সার্চ, চ্যাটিং, মন্তব্য লিখতে অবশ্যই তা ইউনিকোডে লিখতে হয়। আর এসব সমস্যার সমাধান পাওয়া যাবে www.unicodehelpcenter.blogspot.com সাইটে। এখানে যেমন বিজয়, ইউনিজয় বা ফনেটিক কীবোর্ড ব্যবহার করে ইউনিকোডে বাংলা লেখা যাবে এবং তা কপি পেস্ট করে অন্য যায়গাই ব্যবহার করা যাবে তেমনই কম্পিউটারে বাংলা ইউনিকোড কনফিগার করার পদ্ধতি এবং আনুসাঙ্গিক সফটওয়্যাররের খোঁজও জানা যাবে।

৩ Comments on "ইউনিকোড সমস্যার সমাধান"

  1. মেহেদী ভাই, বিজয় এবং অভ্র এর ব্যপারে আপনার মত কি? আমার তো মনে হয় এখন সবারি অভ্র ব্যবহার করা উচিৎ। কারন বিজয় এর চাইতে এটা অনেকগুন ভালো এবং user friendly.

Leave a Reply to harunCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস