উবুন্টু ৯.০৪ সহায়িকা

উবুন্টুর জনপ্রিয়তা আরো বাড়াতে বিএলইউ-এ ডকুমেন্টেশন দল বিনামূল্যে বিতরন এবং ব্যবহারের জন্য ‘উবুন্টু ৯.০৪ সহায়িকা’ প্রকাশ করেছে। নতুনের কথা মাথায় রেখে এই ই-বুকে ওপেন সোর্স, লিনাক্স সম্পর্কে বেশ কিছু ধারণা দেয়া হয়েছে। এছাড়াও উবুন্টু ইনস্টল, কনফিগার, ইন্টারনেট ব্যবহার, সফটওয়্যার ইনস্টলসহ সবকিছুই স্ক্রিনশটসহ আলোচনা করা হয়েছে। মাত্র ২.৭ মেগাবাইটের পিডিএফ ফরম্যাটের এই টিউটোরিয়ালটি একেবারে বিনামূল্যে ডাউনলোড এবং পুনঃবিতরণ করা যাবে।
সূত্র: প্রজন্ম ফোরাম
ডাউনলোড লিংক
বিএলইউ-এর সাইট থেকে ডাউনলোড
আমাদের প্রযুক্তির মিরর থেকে ডাউনলোড

২ Comments on "উবুন্টু ৯.০৪ সহায়িকা"

Leave a Reply to MirazCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস