ভিডিও এর প্রিন্ট স্ক্রিন নেওয়া

আমরা যখন কোন ভিডিও দেখি এবং ভিডিও চলার সময় স্ক্রিনশর্ট (প্রিন্ট স্ক্রিন) নিয়ে কোথাও পেষ্ট করলে তা মূল ভিডিওর ছবিটি কালো দেখায়। তবে কিছু কিছু মিডিয়া প্লেয়ারে বিল্টইন ছবি ক্যাপচারের সুবিধা আছে। কিন্তু সফটওয়্যারের সুবিধা ছাড়ায় আপনি স্ক্রিন শর্টের সাহায্যে ভিডিও ক্যাপচার করতে পারবেন।
পদ্ধতি ১: প্রথমে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলে তাতে ভিডিও চালু করুন। এবার যখন কোন স্ক্রিন পছন্দ হবে তখন তা পুশ (থামিয়ে) CTRL + I চাপুন তাহলে Save Captured Image the video ডায়ালগ বক্স আসবে। এখন ফাইলের নাম লিখে সেভ করুন।
পদ্ধতি ২: প্রথমে ডেক্সটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করে ডিসপ্লে প্রোপার্টিস খুলুন। এবার Settings ট্যাব থেকে Advanced বাটনে ক্লিক করুন। এরপর Troubleshoot থেকে Hardware Acceleration এর মান none করুন। এরপর ভিডিও প্রিন্ট স্ক্রিন দিয়ে তা পেষ্ট করলে কালো হবে না। তবে Hardware Acceleration এর মান ফুল থাকায় শ্রেয়, কারণ তাতে গ্রাফিক্স সমপূর্ণ পারফরমেন্স দেয়।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস