ইমেইলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে পোস্ট করা

ব্লগ সাইট এখন বেশ জনপ্রিয়। এর মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম। ব্লগ সাইট ওয়ার্ডপ্রেসে ইমেইলের মাধ্যমেও লেখা পোস্ট করার সুবিধা যোগ করা হয়েছে। এই সুবিধা পেতে ব্লগ সাইটে লগইন করুন। এবার My Account থেকে Global Dashboard এ যান অথবা https://dashboard.wordpress.com এ যান। এবার Dashboard এর নিচে My Blogs এ ক্লিক করুন তাহলে আপনার ব্লগগুলির তালিকা আসবে। এবার যে ব্লগে আপনি ইমেইলের মাধ্যমে পোস্ট করতে চাচ্ছেন তার ডানে Enable বাটনে ক্লিক করুন। তাহলে একটি ইমেইল ঠিকানা প্রদর্শিত হবে। এই ঠিকানাতে যেকোন মেইল থেকে মেইল করলেই ব্লগে তা পোস্ট হবে এবং আপনার মেইলে তা জানিয়ে দেওয়া হবে। আপনি চাইলে এই ইমেইল ঠিকানা Regenerate এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। আর এই সুবিধা বন্ধ করতে চাইলে Delete লিংকে ক্লিক করলেই হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস