হাইবারনেট সক্রিয় করা

উইন্ডোজ এক্সপিতে বা ভিসতাতে অনেক সময় হাইবারনেট অপশনটি থাকে না। তবে থেকে Control Panel> Power Options এর Hibernate ট্যাবে গিয়ে হাইবারনেট সক্রিয় বা নিস্ক্রিয় করা যায়। উইন্ডোজ ভিসতাতে বা অনেক সময় এক্সপিতে এই অপশনটি থাকে না। সেক্ষেত্রে কমান্ড প্রম্পট থেকে সহজেই হাইবারনেট সক্রিয় বা নিস্কিয় করা যায়। এজন্য Window Key + r (Start > Run) চেপে (রানে গিয়ে) cmd লিখে এন্টার করে কমান্ড প্রম্পটে powercfg /hibernate on লিখে বা powercfg -h on লিখে এন্টার করলে হাইবারনেট সক্রিয় হবে। আর হাইবারনেট নিস্ক্রিয় করতে powercfg /hibernate off লিখে বা powercfg -h off লিখে এন্টার করলেই হবে।

২ Comments on "হাইবারনেট সক্রিয় করা"

    1. আপনি যদি কম্পিউটার শার্টডাউন না করে Hibernate করলে কম্পিউটার শার্টডাউনের মত বন্ধ হবে, এবং উক্ত সময় যে যে প্রোগ্রাম চালু ছিলো পরবর্তীতে কম্পিউটার চালু করলে সেই সেই প্রোগ্রাম চালু হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস