একই ধরনের ওয়েবসাটের খোঁজ

আপনি যে ওয়েব সাইটটি ব্রাউজ করছেন একই ধরনের বা একই ধাচের ওয়েব সাইটের তালিকা যদি দেখতে পাওয়া যেত তাহলে অনেক ক্ষেত্রে বেশ উপকারে আসতো। জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ব্রাউজ করার সময় একই ধরনের ওয়েব সাইটের তালিকা দেখতে পারেন দেখা যাবে সিমিলার ওয়েব এ্যাড অন্স দ্বারা। এজন্য এ্যাড অন্সের মূল সাইট www.similarweb.com থেকে বা https://addons.mozilla.org/en-US/firefox/addon/10548 থেকে ১৪৭ কিলোবাইটের এ্যাড অন্সটি ইনস্টল করে ফায়ারফক্সটি রিস্টার্ট করুন। এবার এড্রেসবারের বাম পাশে SW নামে একটি বাটন এসেছে। বাটনটিতে ক্লিক করলে সাইটবারে সিমিলার ওয়েব আসবে। আপনি যে সাইটটি দেখছেন সেই ধরনের ওয়েব সাইটের তালিকা উক্ত সাইটবারে আসবে। আপনি নতুন কোন ওয়েবসাইট দেখলে সাইটবারে তা তাৎক্ষনাত হালনাগাত হবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস