ভবিষ্যতের কম্পিউটার

image001.jpgনিচের প্রথম ছবিটি দেখে বলুনতো এটা কি? সাধারণ কেউ এটাকে কলম ভাববে। আর যারা তথ্য প্রযুক্তির দিক থেকে একটু এগিয়ে তারা ক্যমেরা বা পেন ড্রাইভ সহ ক্যমেরা ভাবতে পারে। কিন্তু দ্বিতীয় ছবিটি দেখলে কিছুটা অনুমান করা যায় যে এটা এক ধরনের কলম যা লেখার কাজে ব্যবহার করার জন্য নয়, এটা একটা কম্পিউটার। প্রথম ছবিতে যে দুটা কলম দেখা যাচ্ছে তার একটি কম্পিউটারের কীবোর্ড এবং দ্বিতীয়টি মনিটরের কাজ করবে। এ ধরনের পাচটি কলমের সম্মনয়ে একটা পূর্নাঙ্গ কম্পিউটার। দ্বিতীয় ও তৃত্বীয় ছবিটি দেখলে তা সহজেই অনুমান করা যায়। কলমগুলোর একটা কীবোর্ড হিসাবে ব্যবহার করা হবে সেটা চালু করলে কীবোর্ডের আলোক রশ্মি পড়বে এবং তার উপরে হাত রেখে সাধারণ কীবোর্ডের মত কাজ করা যাবে। এবং দ্বিতীয় ছবির অন্যটা মনিটরের কাজ করবে যা অনেকটা মাল্টিমিডিয়া প্রজেক্টর হিসাবে ব্যবহার করার মত। এছাড়া অন্যগুলো মাউস সহ অন্য পেরিফেরালের কাজ করবে। চতুর্থ ছবিতে কীবোর্ডের জন্য ভিন্ন ধরনের পেরিফেরাল ব্যবহার করা হয়েছে। অবশেষে পশ্চম ছবিতে অত্যাধুনিক কম্পিউটার দেখানো হয়েছে যার মনিটরের উপরের কীবোর্ডের জন্য লেজার লাইট আছে ফলে কম্পিউটার ওপেন করলে উক্ত লেজার থেকে সামনে কীবোর্ডের ছবি আসবে যা থেকে কাজ করা যাবে।

image001.jpg

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস