হটমেইল দেবে ৫ গিগাবাইট যায়গা

জনপ্রিয় তিনটি (ফ্রি) ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে মাইক্রোসফটের হটমেইল বেশ পিছিয়ে আছে। ২০০৪ সালে যখন গুগল ১ গিগাবাইট ফ্রি যায়গা দিলো তখন হটমেইলের ছিলো ২ মেগাবাইট, কিন্তু এবারই প্রথম তারা গুগলকে ছাড়িয়ে যাচ্ছে, কারণ গুগলের ইমেইলে ব্যবহারকারীরা পাচ্ছে ২.৮ গিগাবাইট আর হটমেইল ৫ গিগাবাইট। যদিও হটমেইলের গ্রাহকরা তাতে খুশি নন কারণ ইয়াহু তাদের গ্রাহকদের অসীম যায়গা দিয়েছে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস