এক্সেলে তারিখের ব্যবধান নির্ণয়

এক্সেলে দুইটি তারিখের মধ্যে কত দিনের পার্থক্য তা খুব সহজে বেড় করা যায়। প্রথমে A2 এবং A1 সেলে তারিখদ্বয় লিখুন এবার A3 সেলে =A2-A1 লিখুন। এখন A3 সেল সিলেক্ট করে Format মেনু থেকে Cells… -এ (Ctrl+1) ক্লিক করুন। এবার Number ট্যাব এর Category থেকে Number সিলেক্ট করে Decimal places ০ রেখে Ok করুন, তাহলে তারিখদ্বয়ের ব্যবধান কত দিন আসবে তা দেখাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস