এক্সেলে নির্দিষ্ট সেলে লেখা যাবে

এক্সেলে কোন শীট পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায় যাতে উক্ত শীটের তথ্য দেখা বা কপি করা যাবে কিন্তু পরিবর্তন বা মুছে ফেলা না যায়। তবে শীটে নির্দিষ্ট কিছু সেলে লেখা এডিট বা পরিবর্তন করার ব্যবস্থা করা যায়, অর্থাৎ শীট লক হবে কিন্তু নির্দিষ্ট কিছু সেলে লেখা এডিট বা পরিবর্তনের অনুমতি থাকবে। এজন্য Tools মেনু থেকে Protection> Allow Users to Edit Ranges ক্লিক করুন। New বাটনে ক্লিক করে Refers to cells অংশে মাউস পয়েন্টার রেখে যে সেলগুলোকে লেখার অনুমতি দিবেন তার রেঞ্জ লিখুন বা মাউসের সাহায্যে সিলেক্ট করুন এবং ok করুন। আরো সেল যুক্ত করতে চাইলে আবারো New বাটনে ক্লিক করে নতুন রেঞ্জ যুক্ত করতে পারেন। এবার Protect Sheet বাটনে ক্লিক করলে Protect Sheet ডায়ালগ বক্স আসবে এখানে উপরের Protect worksheet and contents of locked cells এবং নিচের Select locked cells এবং Select unlocked cells চেক রেখে পাসওয়ার্ড দিন এবং Ok করে পুনরায় পাসওয়ার্ড দিয়ে Ok করুন। এখন থেকে উক্ত শীটে উল্ল্যেখিত সেলগুলো ছাড়া অন্যকোন সেলের কোন তথ্য পরিবর্তন বা মুছে ফেলা যাবে না।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস